দুপচাঁচিয়া উপজেলাপ্রধান খবর

বগুড়ায় জমিতে বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু

বগুড়ার দুপচাঁচিয়ায় জমিতে ঝুলে থাকা বিদ্যুতের তারের সাথে জড়িয়ে এক শ্রমিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার তালোড়া ইউনিয়নের চকমাধব এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিক নুরুল ইসলাম গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামুডাঙ্গা গ্রামের মৃত নবীর উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নুরুল ইসলাম সকালে গ্রামে মালিকের বোরো ক্ষেতে ঘাস তুলতে যান। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত জমিতে ঝুলে থাকা গভীর নলকূপের বিদ্যুৎ সংযোগের ছেঁড়া তারের সংস্পর্শে এলে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুপচাঁচিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। থানার ওসি আবুল কালাম আজাদ জানান,অভিযোগ না থাকায় মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করেছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button