দুপচাঁচিয়া উপজেলা

দুপচাঁচিয়ায় মধ্য রাতে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় জাহিদুল ইসলাম নামে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির খবর পাওয়া গেছে। বুধবার দিবাগত রাতে উপজেলার তালোড়া ইউনিয়নের দেবখন্ড মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক জাহিদুল ইসলাম বলেন, গতকাল রাত আনুমানিক ২টার দিকে তার স্ত্রী সান্নু মল্লিকা প্রকৃতির ডাকে সাড়া দিতে বাহিরে বের হন । এ সময় বাড়ির ভিতরে অপরিচিত এক ব্যক্তিকে দেখতে পেয়ে চিৎকার দেন। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিসহ ১০-১২জন ডাকাত ঘরে প্রবেশ করে।

তারা ঘরের ভিতরে গিয়ে জাহিদুলের হাত পা বেঁধে গলায় চাকু ঠেকে পরিবারের লোকজনকে এক জায়গায় একত্রিত করে বেঁধে রাখে। পরে তারা লুট করে চলে যায়।

জাহিদুল দাবি করেন, পরে ডাকাতরা ৫টি ঘরের আসবাবপত্র তছনছ করে প্রায় নগদ ৬ লক্ষ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

তালোড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মেহেরুল ইসলাম ডাকাতির বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে জাহিদুল ও তার পরিবার আমার কাছে বিষয়টি জানায়। আমি তাদেরকে আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দিয়েছি।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও খোয়া যাওয়া অর্থ ও স্বর্ণালংকার উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button