শিক্ষা

সব কলেজের জন্য ‘জরুরি’ নির্দেশনা

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ২০২৬ সালের এইচএসসি ও সমমানের নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ এবং মূল পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ঘোষণা করেছে।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দার সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনী পরীক্ষার ফল আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করতে হবে। এরপর ১ মার্চ থেকে শুরু হবে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ।

ঢাকা বোর্ডের আওতাধীন সব উচ্চমাধ্যমিক প্রতিষ্ঠানের প্রধানদের এ বিষয়ে নির্দেশনা পাঠানো হয়েছে। ফরম পূরণের বিস্তারিত সময়সূচি পরে প্রকাশ করা হবে বলে জানায় বোর্ড।

এই বিভাগের অন্য খবর

Back to top button