
২০২৫-২৬ সেশনের মেডিক্যাল ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর শুক্রবার। এই পরীক্ষার ফলাফল সাধারণত এক দিন পরেই ঘোষণা হয়।
অনলাইনে যেভাবে মেডিক্যাল পরীক্ষার ফলাফল দেখা যাবে—
১। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে যেতে হবে। সেখানে এমবিবিএস রেজাল্টস ২০২৫-২৬ লিংকে ক্লিক করতে হবে। অ্যাডমিশন রোল নম্বর দিতে হবে। এরপর রেজাল্ট বাটনে ক্লিক করলেই ফলাফল দেখা যাবে। সেখান থেকে স্ক্রিনশট বা রেজাল্ট ডাউনলোডও করা যাবে।
মেরিট লিস্টের পিডিএফ
স্বাস্থ্য অধিদপ্তর এমবিবিএসের মেরিট লিস্টের পিডিএফ কপিও প্রকাশ করবে। সেখানে নির্বাচিত পরীক্ষার্থীদের রোল নম্বর ও প্রাপ্ত নম্বর প্রকাশ করা হবে। এই পিডিএফ পাওয়া যাবে result.dghs.gov.bd এই লিংকে।
এমবিবিএসের ফলাফল পুননিরীক্ষণের প্রক্রিয়া–
ফলাফল নিয়ে সন্তুষ্ট না হলে বা মূল্যায়নে ভুল হয়েছে বিশ্বাস করলে ফলাফল পুন নিরীক্ষণ করার আবেদন করা যাবে। সেক্ষেত্রে প্রথমে এসএমএসে DGHS RSC <Roll Number> টাইপ করতে হবে। এরপর তা পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। এরপর সেই নম্বরে একটি পিন আসবে, দ্বিতীয় এসএমএসে DGHS RSC YES <পিন নম্বরটি> দিতে হবে। এক্ষেত্রে ১০০০ টাকা ফি লাগবে।
তথ্যসূত্র: যুগান্তর



