শিক্ষা

ঈদের ছুটি স্কুলে শুরু রোববার, কলেজে সোমবার

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে আগামীকাল থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি।

আর সরকারি-বেসরকারি কলেজে কোরবানি ঈদের ছুটি শুরু হচ্ছে আগামী ৪ জুলাই থেকে। সেইসাথে আজ থেকেই মাদরাসায় এ ছুটি শুরু হচ্ছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ছুটির তালিকা থেকে শনিবার এ তথ্য পাওয়া গেছে।

ছুটির তালিকায় দেখা গেছে, সোমবার থেকে সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুলগুলোতে ছুটি ১৯ জুলাই পর্যন্ত। মাধ্যমিক স্কুলগুলো ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ১৫দিন বন্ধ থাকবে।

সরকারি-বেসরকারি কলেজের ছুটির তালিকা অনুসারে, এ প্রতিষ্ঠানগুলোতে ঈদের ছুটি ১৬ জুলাই পর্যন্ত।
আর মাদরাসার ছুটি শেষ হবে ১৪ জুলাই। পরদিন শুক্রবার হওয়ায় ১৬ জুন থেকে মাদরাসায় ক্লাস শুরু হবে।

এদিকে,২৮ জুন থেকে দেশের প্রাথমিক বিদ্যালয়ের ছুটি শুরু হয়েছে। গ্রীষ্মকালীন ছুটি এবং ঈদুল আজহা ও বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে ১৬ জুলাই পর্যন্ত শ্রেণিকক্ষে সরাসরি পাঠদান বন্ধ থাকবে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button