প্রবাসীদের ভোট: ‘পোস্টালভোটবিডি’ অ্যাপে সন্ধ্যায় নিবন্ধন শুরু

নির্বাচন কমিশন আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় প্রবাসীসহ বিশেষ শ্রেণির ভোটারদের জন্য নতুন মোবাইল অ্যাপ ‘পোস্টালভোটবিডি’ উদ্বোধন করবে। অ্যাপটিতে নাম, ঠিকানা ও এনআইডি তথ্য দিয়ে নিবন্ধন করলে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়া যাবে।
ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে থাকা বাংলাদেশি ভোটার, নির্বাচনী দায়িত্বে যুক্ত কর্মী, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।
নিবন্ধন শেষে পোস্টাল ব্যালটের জন্য পৃথক ভোটার তালিকা প্রস্তুত করবে ইসি। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা আগেই নিবন্ধিত ভোটারদের ঠিকানায় ব্যালট পেপার ও ফিরতি খাম পাঠিয়ে দেবেন। প্রার্থিতা চূড়ান্ত হলেই ভোটাররা ব্যালট পূরণ করে নিকটস্থ পোস্টঅফিস বা পোস্টবক্সে জমা দেবেন। পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় ২০ দিন সময় লাগবে এবং দেশের ভোটের দিনের আগেই সব ব্যালট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছে যাবে, যা ভোটের দিন গণনা করা হবে।
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, প্রতিটি পোস্টাল ভোটে আনুমানিক ৭০০ টাকা ব্যয় ধরা হয়েছে। তিনি গোপনীয়তা রক্ষার বিষয়টিকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে বলেন, আগাম ভোট হওয়ায় এ বিষয়ে কঠোর নজরদারি থাকবে।
ইসি জানিয়েছে, ৫০ লাখ ভোটারকে পোস্টাল ব্যালট ব্যবস্থায় অন্তর্ভুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রাথমিকভাবে ২০ লাখ ব্যালট পেপার আর্মি প্রিন্টিং প্রেসে ছাপানো হচ্ছে; প্রয়োজন অনুযায়ী সংখ্যা বাড়ানো হবে।


