নির্বাচন

সুষ্ঠু নির্বাচনে আচরণবিধি মানতে সব রাজনৈতিক দলকে আহ্বান সিইসির

আসন্ন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব রাজনৈতিক দলের সহযোগিতা ও কঠোরভাবে আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, একটি সুন্দর নির্বাচন জাতির প্রতি সব দলের অঙ্গীকার, আর নির্বাচন কমিশনও সুষ্ঠু ভোটের প্রতিশ্রুতিতে অটল।

বুধবার নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে সিইসি বলেন, নির্বাচনী আচরণবিধি প্রতিপালন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমিশনের প্রত্যাশা, সব রাজনৈতিক দলই আচরণবিধি মানতে তাদের প্রতিশ্রুতি বজায় রাখবে। তিনি আরও বলেন, সুষ্ঠু ভোটের প্রধান শর্ত হলো আইনের শাসন প্রতিষ্ঠা, আর তা নিশ্চিত করতে আচরণবিধি মানা অপরিহার্য।

সিইসি নাসির উদ্দিন জানান, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেয়েও বড় ভূমিকা রাজনৈতিক দলগুলোর। দলগুলো আন্তরিকভাবে দায়িত্ব পালন করলে কমিশনের ওপর বাড়তি চাপ পড়ে না। ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতেও রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেন তিনি। কমিশনের আশা—সব দল তাদের কর্মীদের মাধ্যমে ভোটারদের কেন্দ্রে আনতে উৎসাহিত করবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button