নির্বাচন

এনআইডি সংশোধন কার্যক্রম স্থগিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) যেকোনো ধরনের সংশোধন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটার তালিকা প্রস্তুত ও প্রিন্টিং কাজ শুরু হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম জানান, আজ বিকেল থেকে জাতীয় নির্বাচন শেষ হওয়া পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঠিকানা পরিবর্তনসহ এনআইডির সব ধরনের তথ্য সংশোধন স্থগিত থাকবে।

আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই দিনে গণভোট আয়োজনের জন্য ইতোমধ্যে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে সরকার। এ লক্ষ্যেই জোরদার করা হয়েছে সব প্রস্তুতি।

সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭, নারী ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন।

তথ্যসূত্র: দেশ রূপান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button