নির্বাচন

নির্বাচনে ভোট দিতে ২১ হাজারের বেশি প্রবাসীর নিবন্ধন, যেভাবে নিবন্ধন করবেন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে মাত্র ছয় দিনে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন ২১ হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি। এর মধ্যে দেশভিত্তিক নিবন্ধনে শীর্ষে দক্ষিণ কোরিয়া, যেখানে প্রায় ৮ হাজার ভোটার অ্যাপে যুক্ত হয়েছেন। জাপানে প্রায় ৫ হাজার এবং দক্ষিণ আফ্রিকায় আড়াই হাজার প্রবাসী নিবন্ধন সম্পন্ন করেছেন।

আসনভিত্তিক পরিসংখ্যানে সবচেয়ে এগিয়ে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের প্রবাসীরা; জেলা হিসেবে সবার সামনে রয়েছে ঢাকা।

সোমবার (২৪ নভেম্বর) আগারগাঁও নির্বাচন ভবনে প্রবাসীসহ চার শ্রেণির ভোটারের ডাক ভোট ব্যবস্থাপনা নিয়ে ডাক বিভাগের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য প্রকাশ করে নির্বাচন কমিশন। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনার উপস্থিত ছিলেন।

ইসি জানায়, পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার দেশগুলোয় ১৯ নভেম্বর থেকে অ্যাপভিত্তিক নিবন্ধন চলছে। রোববার মধ্যরাত থেকে যুক্ত হয়েছে উত্তর আমেরিকা ও ওশেনিয়া অঞ্চল। সব মিলিয়ে ৬৮টি দেশে প্রবাসী ভোটাররা বর্তমানে নিবন্ধন করতে পারছেন।

নিবন্ধন পদ্ধতি:
নিবন্ধন প্রক্রিয়ায় প্রবাসী ভোটার যে দেশ থেকে ভোট দিতে ইচ্ছুক, কেবল সেই দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। পোস্টাল ব্যালট প্রাপ্তি এবং ভোট প্রদানের জন্য Google Play Store /App Store হতে ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে হবে। ব্যবহারকারী বাংলা/ইংরেজি যেকোনো একটি ভাষা নির্বাচন করে অ্যাপে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও নির্দেশাবলি সম্পর্কে জানতে পারবেন। বিদেশে ব্যালট প্রাপ্তি নিশ্চিতকল্পে নির্ভুল ঠিকানা দিতে হবে বলে ইসির কর্মকর্তারা জানান। 

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button