
নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে বগুড়া-২ (শিবগঞ্জ) সংসদীয় আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রোববার (১১ জানুয়ারি) দুপুরে তাঁর আপিল মঞ্জুর করলে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।
শুনানি শেষে মাহমুদুর রহমান মান্নার আইনজীবী সৈয়দ মামুন মাহবুব সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে বগুড়া-২ আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল করেছিলেন। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল দায়ের করেন।
আপিল মঞ্জুরের পর নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, এর আগেও তিনি বগুড়া থেকে নির্বাচন করেছেন। তাঁর ভাষায়, “আমার বিরোধিতা করতে গিয়ে যে ‘মবক্রেসি’ হয়েছে, তা খুবই অশুভ ইঙ্গিত বহন করে।”
তিনি আরও বলেন, জেলা প্রশাসক পরিস্থিতি সামাল দিতে বিচলিত হয়ে বিষয়টি নির্বাচন কমিশনে পাঠানোই ভালো মনে করেছেন। তাঁর মতে, মনোনয়ন বাতিলের মতো কোনো বাস্তব কারণ ছিল না। নির্বাচন কমিশন এ ক্ষেত্রে যোগ্যতার পরিচয় দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
ডাকসুর দুবারের সাবেক ভিপি ও আওয়ামী লীগের একসময়ের নেতা মাহমুদুর রহমান মান্না এর আগে একাধিকবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলেও সংসদ সদস্য নির্বাচিত হতে পারেননি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির সমর্থন পেয়েছেন। মিত্রদলের প্রার্থী হিসেবে বগুড়া-২ আসনটি তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।



