হঠাৎ তারকারা হাতে-গালে বিভিন্ন ‘সংখ্যা’ লিখছেন কেন?

সামাজিক মাধ্যমে হাতে বা গালে বিভিন্ন সংখ্যা লিখে ছবি পোস্ট করছেন দেশির তারকারা—বিশেষ করে নারী শিল্পীরা। হঠাৎ এই সংখ্যার রহস্য ঘিরে কৌতূহলও তৈরি হয়েছে। কারণটি স্পষ্ট: এটি ডিজিটাল সহিংসতা ও সাইবার বুলিংয়ের প্রতিবাদে শুরু হওয়া একটি নতুন আন্দোলন, নাম— ‘মাই নাম্বার, মাই স্টোরি’।
এই উদ্যোগে প্রতিদিন তারা কতবার অনলাইন হয়রানির শিকার হন, সেই সংখ্যাই লিখে প্রকাশ করছেন নিজের ছবির সঙ্গে। এর সূচনা হয় ২৫ নভেম্বর, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার পোস্ট দিয়ে। ছবিতে ‘৯’ সংখ্যা লিখে তিনি জানান, প্রতিদিন অন্তত ৯টি হয়রানির সম্মুখীন হতে হয় তাকে। পোস্টে তিনি সবাইকে নিজেদের গল্প সামনে আনার আহ্বান জানান।
এরপর একে একে যুক্ত হয়েছেন বহু তারকা। রুনা খান লিখেছেন ‘২৪’, শবনম ফারিয়া ‘১০০০’, দিঘী ‘৩’, মৌসুমী হামিদ ‘৭২’, সাজিয়া সুলতানা পুতুল ‘৯’, ভাবনা ‘৯৯+’—যা তাদের দৈনিক অনলাইন হয়রানির সংখ্যা।
গণমাধ্যমকে রুনা খান বলেন, শুধু তারকা নয়, যেকোনো নারীই আজ সামাজিকমাধ্যমে হয়রানির শিকার হচ্ছেন। গত দশকে সোশ্যাল মিডিয়ার ব্যবহার যত বেড়েছে, প্রয়োজনীয় আচরণবিধি শেখেনি অনেকেই।
জানা গেছে, ‘মাই নাম্বার, মাই স্টোরি’ আন্দোলনটি টানা ১৬ দিন চলবে সামাজিকমাধ্যমজুড়ে।



