
একসঙ্গে জুটি বেঁধে বহু নাটক, বিজ্ঞাপন ও ওয়েব কনটেন্টে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। ছোট পর্দায় দীর্ঘদিন সফলভাবে কাজ করার পর দুজনেই আলাদাভাবে বড় পর্দায় অভিষেক করলেও, এতদিন সিনেমায় তাঁদের একসঙ্গে দেখা যায়নি।
অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বাঁধতে যাচ্ছেন নিশো ও মেহজাবীন। তাঁরা অভিনয় করবেন একটি সাসপেন্স-থ্রিলার ঘরানার সিনেমায়, যার নাম ‘পুলসিরাত’। ছবিটি পরিচালনা করবেন নির্মাতা ভিকি জাহেদ।
প্রস্তুতি শেষ, আসছে আনুষ্ঠানিক ঘোষণা
সংশ্লিষ্ট সূত্র জানায়, সিনেমাটির প্রাথমিক প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে ছবিটির কাস্ট, গল্প ও শুটিং সূচি প্রকাশ করা হবে।
ব্যস্ত সময় পার করছেন দুজনেই
বর্তমানে আফরান নিশো ব্যস্ত সময় পার করছেন সিনেমার কাজ নিয়ে। সম্প্রতি তিনি পরিচালক রেদওয়ান রনি–এর সিনেমা ‘দম’-এর শুটিং শেষ করেছেন। অন্যদিকে, মেহজাবীন চৌধুরী কাজ করছেন ‘ক্যাকটাস’ নামের একটি ওয়েব সিরিজে, যেখানে তাঁর বিপরীতে অভিনয় করছেন সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান।
দীর্ঘদিনের জনপ্রিয় এই জুটিকে প্রথমবারের মতো বড় পর্দায় দেখার খবরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সাসপেন্স-থ্রিলার ঘরানার ‘পুলসিরাত’ সিনেমাটি নিয়ে এখনই শুরু হয়েছে আলোচনা।
তথ্যসূত্র: কালের কন্ঠ



