বক্স অফিসে ঝড় ‘বর্ডার ২’
তিন দিনেই ১১৫ কোটির ক্লাব, সানি দেওলের প্রত্যাবর্তনে সুদিন

বলিউডে সানি দেওল-এর প্রত্যাবর্তন যেন আবারও বক্স অফিসে সুদিন ফিরিয়ে আনল। ১৯৯৭ সালের আইকনিক ছবি বর্ডার-এর বহু প্রতীক্ষিত সিক্যুয়াল বর্ডার ২ মুক্তির সঙ্গে সঙ্গেই প্রেক্ষাগৃহে দর্শকের ঢল নামিয়েছে। মুক্তির মাত্র তিন দিনেই ছবিটির আয় ১১৫ কোটির রুপি ছাড়িয়েছে, যা চলতি বছরের অন্যতম সেরা ওপেনিং হিসেবে ধরা হচ্ছে।
প্রথম তিন দিনের আয় (প্রাথমিক ট্রেড রিপোর্ট)
- প্রথম দিন (শুক্রবার): প্রায় ৩৫ কোটি রুপি
- দ্বিতীয় দিন (শনিবার): প্রায় ৪০ কোটি রুপি
- তৃতীয় দিন (রবিবার): প্রায় ৪০-৪২ কোটি রুপি
- মোট আয়: ১১৫ কোটিরও বেশি
সানি দেওলের ম্যাজিক অটুট
‘গদর ২’-এর পর আবারও প্রমাণ হলো, ম্যাস এন্টারটেইনারে সানি দেওলের গ্রহণযোগ্যতা আজও অটুট। তার সিগনেচার সংলাপ, দাপুটে অ্যাকশন ও আবেগঘন দৃশ্য প্রেক্ষাগৃহে দর্শকদের সিটি আর হাততালিতে মুখর করে তুলছে। ছবিতে বরুণ ধাওয়ান ও দিলজিৎ দোসাঞ্ঝ-এর উপস্থিতিও আকর্ষণ বাড়িয়েছে।
দেশপ্রেমের আবেগেই জয়
১৯৭১ সালের ভারত–পাক যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত ‘বর্ডার ২’-এ ভারতীয় স্থলসেনা, বিমানবাহিনী ও নৌবাহিনীর যৌথ অভিযানের গল্প তুলে ধরা হয়েছে। দেশপ্রেমী আবহ ও বৃহৎ ক্যানভাসের যুদ্ধদৃশ্য দর্শকদের সঙ্গে গভীর সংযোগ তৈরি করতে পেরেছে বলেই মনে করছেন ট্রেড বিশ্লেষকেরা।
সামনে ফাঁকা মাঠ, আয় বাড়ার সম্ভাবনা
চলতি সপ্তাহে বড় কোনো ছবির মুক্তি না থাকায় ‘বর্ডার ২’ কার্যত ফাঁকা মাঠ পাচ্ছে। সোমবার প্রজাতন্ত্র দিবসের ছুটি থাকায় আয় রবিবারকেও ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা। অনেকের মতে, ছবিটির টানা সাফল্যে আমির খান বা শাহরুখ খান-এর একাধিক বক্স অফিস রেকর্ডও চাপের মুখে পড়তে পারে।
সব মিলিয়ে, ২০২৬ সালের প্রথম বড় ব্লকবাস্টার হিসেবে ‘বর্ডার ২’ ইতিমধ্যেই নিজের জায়গা পাকা করে ফেলেছে।
তথ্যসূত্র: কালের কণ্ঠ



