
হঠাৎ করেই সিনেমার গানে আর কণ্ঠ না দেওয়ার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, আর কোনো সিনেমায় গান গাইবেন না। এই ঘোষণার পর ভক্তদের মধ্যে তৈরি হয় নানা জল্পনা-কল্পনা। তবে এবার নিজেই সিদ্ধান্তের পেছনের কারণ ব্যাখ্যা করেছেন এই গায়ক।
ব্যক্তিগত এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ৩৮ বছর বয়সী অরিজিৎ লেখেন,
“এটি কোনো একক কারণের সিদ্ধান্ত নয়। অনেকদিন ধরেই বিষয়টি নিয়ে ভাবছিলাম। অবশেষে প্রয়োজনীয় সাহস সঞ্চয় করতে পেরেছি।”
তিনি বলেন, দ্রুত আগ্রহ হারিয়ে ফেলার প্রবণতাই তার একটি বড় কারণ।
“আমি প্রায়ই আমার গানের সুরের বিন্যাস বদলাই এবং লাইভে তা পরিবেশন করি। সত্যি বলতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। নিজেকে বিকশিত করতে হলে আমাকে ভিন্ন ধরনের সংগীত অন্বেষণ করতে হবে।”
শুধু নিজের ক্লান্তিই নয়, নতুন শিল্পীদের জায়গা করে দেওয়ার কথাও তুলে ধরেন অরিজিৎ।
“আমি চাই নতুন কণ্ঠ উঠে আসুক। নতুন কোনো গায়ক আমাকে অনুপ্রাণিত করুক-এই উত্তেজনাই এখন আমাকে বেশি টানে। সংগীত এগিয়ে যায় নতুন ভাবনা আর নতুন কণ্ঠের মাধ্যমেই।”
তবে তিনি স্পষ্ট করে দেন, গান তৈরি করা থেকে সরে যাচ্ছেন না।
“আমি একজন সংগীতপ্রেমী। ভবিষ্যতে একজন ছোট শিল্পী হিসেবে আরও শেখা ও স্বাধীনভাবে গান তৈরিতে মনোযোগ দেব। আমার কিছু অসম্পূর্ণ প্রতিশ্রুতি আছে, সেগুলো পূরণ করব। তাই এ বছর আপনারা আরও নতুন কাজ দেখতে পারেন।”
অরিজিৎ সিং: একটি যাত্রার গল্প
২০০৫ সালে ‘ফেম গুরুকুল’ রিয়্যালিটি শোতে অংশ নিয়ে প্রথমবার দর্শকের সামনে আসেন অরিজিৎ সিং। যদিও তিনি সেখানে ষষ্ঠ স্থান অর্জন করেছিলেন, তবু তার প্রতিভা নজর কাড়ে বড় বড় সংগীত পরিচালকদের। মুর্শিদাবাদের জিয়াগঞ্জের এই শিল্পী দীর্ঘদিন মুম্বাইয়ে সংগ্রামের পর জায়গা করে নেন বলিউডে।
২০১১ সালে মার্ডার ২ সিনেমার ‘ফির মহব্বত’ গান দিয়ে প্লেব্যাক যাত্রা শুরু হলেও, ২০১৩ সালে ‘আশিকি ২’-এর ‘তুম হি হো’ গান তাকে রাতারাতি আন্তর্জাতিক তারকায় পরিণত করে। এই গান বলিউডের সংগীতধারায় বড় পরিবর্তন এনে দেয়।
বলিউডের পাশাপাশি বাংলা সিনেমাতেও অরিজিৎ সিং উপহার দিয়েছেন জনপ্রিয় গান-‘বোঝে না সে বোঝে না’, ‘মেঘবালিকা’, ‘বসন্ত এসে গেছে’সহ আরও অনেক স্মরণীয় সৃষ্টি।
তথ্যসূত্র: জনকণ্ঠ



