বিনোদন

শাহরুখ খানের ছেলে আরিয়ান খান মাদককাণ্ডে আটক

মুম্বাইয়ে গোয়াগামী একটি বিলাসবহুল প্রমোদতরীতে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেন এনসিবির কর্মকর্তারা। তাদের মধ্যে অন্যতম বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান।

শনিবার নাটকীয় কায়দায় প্রমোদতরীতে হানা দেয় মাদক নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তারা।

এনসিবি সূত্রে খবর, প্রায় ছ’ঘণ্টা জেরার পর আরিয়ান স্বীকার করে নেন, ওই পার্টিতে মাদক নিয়েছেন তিনি।

এদিকে জানা যায়, ওই মাদক পার্টির খবর ১৫ দিন আগেই জানতে পারে এনসিবি। অবশেষে যাত্রী সেজে সেখানে পৌঁছে শাহরুখ পুত্র আরিয়ান, তার ঘনিষ্ঠ বন্ধু আরবাজ মার্চেন্টসহ মোট ৮ জনকে আটক করে এনসিবি।

অবশেষে রোববার সকালে আরিয়ান খানকে আটক করে জিজ্ঞাসাবাদের কথা জানায় এনসিবি। বেলা যত গড়িয়েছে ততই মাদক মামলায় শাহরুখ পুত্রের নাম জড়ানো নিয়ে চাঞ্চল্য বেড়েছে। শেষমেষ বিকেল চারটে নাগাদ আরিয়ান খানকে গ্রেপ্তারের বিষয়টি জানায় এনসিবি। কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, দুপুর ২টার দিকে গ্রেপ্তার করা হয় শাহরুখ খানের বড় ছেলেকে।

এনডিপিএস আইনের ৮সি, ২০বি, ২৭ এবং ৩৫ নম্বর ধারায় গ্রেপ্তার করা হয়েছে আরিয়ান খানকে।

আরিয়ানের সঙ্গে পাওয়া গেছে, নিষিদ্ধ মাদক ও নগদ ১ লাখ ৩৩ হাজার টাকা। ১৩ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ পিলস সঙ্গে ছিল আরিয়ানের। ম্যাজিস্ট্রেট আদালতে পেশ করবার পর এদিন জেজে হাসপাতালে মেডিকেল পরীক্ষা করা হয় আরিয়ানের। আপাতত এনসিবির ব্যালাড এস্টটেটের অফিসে রয়েছেন শাহরুখ খান পুত্র। একই দিনে গ্রেপ্তার করা হয়েছে তার ঘনিষ্ঠ বন্ধু আরবাজ মার্চেন্ট এবং দিল্লির ফ্যাশন ডিজাইনার মুনমুন ধামেচাকে। এই তিনজন ছাড়াও আটক ব্যক্তিদের তালিকায় নাম রয়েছে নুপূর সারিকা, ইশমিত সিং, মোহক জয়সওয়াল, বিক্রান্ত চোকার, গোমিত চোপড়ার। প্রত্যেকেই বিত্তশালী পরিবারের সন্তান। মোহক,নুপূর ও গোমিত তিনজন দিল্লির বাসিন্দা, বাকিরা থাকেন মুম্বাইয়ে।

এই বিভাগের অন্য খবর

Back to top button