এবার সালমানের কন্ঠে ‘মানিকে মাগে হিতে’

শ্রীলঙ্কার তরুণী গায়িকা ইয়ো হানির গাওয়া ‘মানিকে মাগে হিতে’ গানটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়। গানটিতে বিভিন্ন তারকাদের ঠোঁট মেলাতে দেখা গেছে। আর এবার সেই গানে কণ্ঠ দিলেন বলিউডের ভাইজান সালমান খান।
শনিবার (৯ অক্টোবর) ইনস্টাগ্রামে একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, বিগ বসের মঞ্চে দাঁড়িয়ে গায়িকা ইয়ো হানিকে পাশে নিয়ে গানটিতে কণ্ঠ মিলিয়েছেন দাবাং অভিনেতা।
মজার বিষয় হলো, ইয়ো হানির সঙ্গে ভাইজান কণ্ঠ মেলাতে গিয়ে আটকে যাচ্ছেন। যে কারণে খান সাহেবকে ইয়ো হানির কাছ থেকে নতুন করে গান শিখতে হচ্ছে। ভাষাগত কারণে বলি তারকার থমকে থমকে গানটিতে ঠোঁট মেলানোয় অট্ট হাসিতে ফেটে পড়ছেন শ্রীলঙ্কান গায়িকাও।
সম্প্রতিই বিগ বস-১৫ সিজন শুরু হয়েছে। প্রথম দিন থেকেই নজর কাড়ছে নতুন আসরটি। কিন্তু শনিবার যে এমন চমক দেবেন বলিউডের ভাইজান তা আগে আঁচ করা যায়নি।