বিনোদন

বিয়ে করলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম

বিয়ে করেছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। আজ (৪ জানুয়ারি) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়ে নিয়ে নানা লুকোচুরি করলেও প্রকাশ্যে এসেছে তার বিয়ের একাধিক ছবি। 

জানা যায়, দীর্ঘ দিনের প্রেমিক সনি পোদ্দারের সঙ্গে সনাতন ধর্ম রীতি অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে। এ সময় দুই পরিবারের সদস্য ছাড়াও উপস্থিত হয়েছেন বর-কনের কাছের বন্ধুবান্ধবরা।

প্রকাশিত ছবিতে দেখা যায়—সুইমিং পুলের পাশে দাঁড়িয়ে আছেন বর সনি ও মিম। মিমের পরনে লাল রঙের লেহাঙ্গা। নাকে নত, কানে ভারী দুল, গলায় হার। হাতে শোভা পাচ্ছে চুড়ি। তার চোখে মুখে হাসির ঢেউ। মিমের বর সনির পরনে অফ হোয়াইট রঙের শেরওয়ানি। মাথায় হালকা গোলাপি রঙের পাগড়ি। প্রিয় তারকাকে বধূ বেশে দেখে উচ্ছ্বসিত তার ভক্তরা।

গত ১০ নভেম্বর ছিল বিদ্যা সিনহা মিমের জন্মদিন। বিশেষ এই দিনে সনির সঙ্গে বাগদান সারেন তিনি। সনির বাড়ি কুমিল্লায়। পেশায় তিনি বেসরকারি ব্যাংক কর্মকর্তা। ছয় বছর আগে এক বান্ধবীর মাধ্যমে সনি ও মিমের পরিচয়। তারপর গড়ে উঠে বন্ধুত্ব ও প্রেম। অবশেষে সেই সম্পর্ক পরিণয় পেলো।

এই বিভাগের অন্য খবর

Back to top button