আজ ছোট পর্দার অভিনেত্রী তাসনুভা তিশার বিয়ে

আজ ছোট পর্দার আলোচিত অভিনেত্রী তাসনুভা তিশার বিয়ে। তার হবু বরের নাম সৈয়দ আসকার। এক বছরের বেশি সময় সম্পর্কে থাকার পর বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন এই যুগল। রাজধানীর বাংলামোটরের একটি অভিজাত রেস্তোরাঁয় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এ সময় দুই পরিবারের সদস্য ছাড়াও বর-কনের ঘনিষ্ঠজন উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন তিশা।
পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী গত ৩১ জানুয়ারি রাতে অনুষ্ঠিত হয় তিশার গায়ে হলুদের অনুষ্ঠান। রাজধানীর বাংলামোটরের একটি অভিজাত রেস্তোরাঁয় বসেছিল তিশার গায়ে হলুদ অনুষ্ঠানের আসর। এ সময় দুই পরিবারের সদস্য ছাড়াও শোবিজ অঙ্গনের অনেকে উপস্থিত ছিলেন। গত ১৫ জানুয়ারি বনশ্রীর বাসায় পরিবারের সদস্যদের নিয়ে বাগদান সারেন তিশা।
২০২০ সালের ডিসেম্বরে আসকারের সঙ্গে পরিচয় তিশার। তারপর পরস্পরকে কাছ থেকে দেখা ও জানাশোনা। সময়ের সঙ্গে তাদের মধ্যে গড়ে উঠে ভালোবাসার সম্পর্ক। প্রেমের সম্পর্কে থাকার সময়ে দুই পরিবারকে বিষয়টি জানান; সর্বশেষ বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন তারা।
তিশার হবু বর সৈয়দ আসকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। ২০১৪ সালের ২৮ সেপ্টেম্বর তিশা ভালোবেসে বিয়ে করেন ফারজানুল হককে। এ সংসারে তাদের একটি পুত্রসন্তান রয়েছে। ২০১৮ সালে তিশা-ফারজানুলের বিবাহবিচ্ছেদ হয়।