বিনোদন

আজ শপথ, আপিল বোর্ডের বিরুদ্ধে মামলার হুমকি জায়েদের

কয়েকদিনের নাটকীয়তার শেষে অবশেষে আপিল বোর্ডের সিদ্ধান্তে সাধারণ সম্পাদক পদে নিপুণকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

শিল্পী সমিতির সূত্র জানিয়েছে, আজ বিকেল পাঁচটায় শিল্পী সমিতির স্টাডি রুমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন
সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক নিপুণসহ নবনির্বাচিত কমিটি।

শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খানের কাছে মাত্র ১৩ ভোটে হেরেছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। ভোটে টাকা লেনদেনসহ নানা অভিযোগ আনেন নিপুণ। বিষয়টি গড়ায় সমাজকল্যাণ মন্ত্রণালয় পর্যন্ত।

পরে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ থেকে চিত্রনায়ক জায়েদ খানকে অপসারণের সিদ্ধান্ত দিয়েছে নির্বাচনের আপিল বোর্ড। শনিবার সন্ধ্যায় এফডিসিতে এই সিদ্ধান্তের কথা জানান আপিল বোর্ডের চেয়ারম্যান, চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান। তিনি জয়ী ঘোষণা করেন নিপুণকে।

তবে জায়েদ খান আপিল বোর্ডের ফল মেনে নেননি। তিনি আপিল বোর্ডের বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছেন।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button