বিনোদন

করোনার তৃতীয় ডোজ বুস্টার নেয়ার পর থেকে আমার অবস্থা খারাপ: নিপূণ

বুস্টার নেয়ার পর থেকে আমার অবস্থা খারাপ। প্রচণ্ড জ্বর। বাঁ হাত পুরোটা ব্যথা, সেই সঙ্গে প্রচণ্ড মাথাব্যথা। বমিও হয়েছে একবার। গরম পানির সেঁক দিয়েও কাজ হচ্ছে না। বলছিলেন চিত্রনায়িকা নিপুন। 

সোমবার দুপুরে করোনার তৃতীয় ডোজ বুস্টার নেন নিপুন। তারপর থেকেই অসুস্থ তিনি।  বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ নিয়ে শুনানির পর টিকা নেন এই অভিনেত্রী।  

গণমাধ্যমকে নিপুন জানান, এত ব্যথা, এত যন্ত্রণা হবে বুঝিনি। বাঁ হাত তো নড়াচড়া করতেও পারছি না। মনে হচ্ছে বাঁ হাত অবশ হয়ে আছে। আগে জানলে আদালতের কাজ শেষ করেই টিকা নিতাম। কারণ, কালও শুনানি আছে। এখন জ্বর আর ব্যথা নিয়েই আদালতের কাজে অংশ নিতে হবে। 

এই বিভাগের অন্য খবর

Back to top button