টি-সিরিজ এ “মানিকে মাগে হিতের ইয়োহানি’

ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল তার গান ‘মানিকে মাগে হিতে’। কে জানত, এই একটি গান তার গোটা জীবনই বদলে দেবে! হ্যা, বলছি শ্রীলঙ্কার ‘র্যাপ প্রিন্সেস’ খ্যাত ইয়োহানির কথা।
ভারতের জনপ্রিয় সংগীত প্রযোজক প্রতিষ্ঠান ‘টি-সিরিজ’র সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার কথা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এই গায়িকা। প্রতিষ্ঠানটির নিজস্ব শিল্পী হিসেবেই তিনি চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানা গেছে। টি-সিরিজের নতুন প্রতিভা খুঁজে নেওয়ার অংশ হিসেবেই নির্বাচিত হয়েছেন ইয়োহানি। আর এর মাধ্যমে স্বপ্ন পূরণের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন এই সিংহলী গায়িকা।
ভূষণ কুমারের মতো বিশিষ্ট মানুষের সঙ্গে কাজ করা এবং টি-সিরিজের মতো নামি প্রতিষ্ঠানের হয়ে গাওয়ার সুযোগ পাওয়া যেন স্বপ্ন সত্যি হওয়ার মতোই ইয়োহানির কাছে। ‘মানিকে মাগে হিতে’ গানটি এভাবে তার স্বপ্ন পূরণে এগিয়ে নিয়ে যাবে তা কখনো ভাবেননি এই গায়িকা।
এদিকে টি-সিরিজের সঙ্গে ইয়োহানির চুক্তির বিষয়ে প্রযোজনা প্রতিষ্ঠানটির কর্ণধার ভূষণ কুমার জানিয়েছেন, গানের দুনিয়ায় নতুন কিছু সৃষ্টির জন্য সব সময়ই সরব তাদের প্রতিষ্ঠান। ইয়োহানির মতো তরুণ প্রজন্মের শিল্পীদের সঙ্গে নিয়ে টি-সিরিজ এর শ্রোতাদের দুর্দান্ত গান উপহার দিতে পারবে বলেও আশাবাদী তিনি।
নিজের লেখা, সুর কার গানে শ্রীলংকায় দারুণ জনপ্রিয়তা অর্জন করেছেন ইয়োহানি। এমনকি ইউটিউবেও তার ব্যাপক জনপ্রিয়তা। তবে সংগীতচর্চার পাশাপাশি বাদ্যযন্ত্রের ব্যবসাও রয়েছে এই কিশোরীর। দেশি-বিদেশি বিভিন্ন বাদ্যযন্ত্র আমদানি-রফতানির সঙ্গে জড়িত ইয়োহানি।