নারী ধনী-স্বাধীন প্রিয় হলে তাকে পতিতা বলা হয়: প্রভা

ছোটপর্দার আলোচিত ও চর্চিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি গায়ক ইমরান মাহমুদুলের সঙ্গে প্রেমের সম্পর্কের বিষয়ে খবরের শিরোনামে এসেছিলেন প্রভা! যদিও দু’জনের দাবি, একে অপরের ভালো বন্ধু।
সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব এই অভিনেত্রী। বিভিন্ন সময় নিজের ব্যক্তিজীবন ও লাস্যময়ী রূপ মেলে ধরেন সোশ্যাল মিডিয়ায়।
১৭ মার্চ ইনস্টাগ্রামে শাড়ি পড়া একটি ছবি পোস্ট করেন প্রভা। এর ক্যাপশনে সকল নারীদের প্রতি সম্মান জানানোর কথা বলেছেন তিনি।
প্রভা লেখেন, কোনো নারীর বিবাহবিচ্ছেদ হলে বলা হয় সে নিজে স্বামীকে ধরে রাখতে পারেনি। ধর্ষণের শিকার হলে প্রশ্ন ওঠে, সে কী পোশাক পরেছিল? কোনো নারীর সন্তান না হলে তাকে বন্ধ্যা বলা হয়। কোনো ছেলে সন্তান জন্ম না হলে বলা হয় ওই নারীর গর্ভে কোনো ছেলে নেই, তারই সব দোষ। আবার কোনো নারী যদি ধনী এবং স্বাধীনতা প্রিয় হয় তাহলে তাকে পতিতা বলা হয়।
এই অভিনেত্রী লেখেন, কোনো সন্তান খারাপ হলে সব দোষ মায়ের, তার মা-ই সন্তানকে নষ্ট করেছে। কোনো মেয়ে যদি খেলাধুলা করতে যায় তাহলে বলা হয়- তুমি মেয়ে, তোমার জন্য এটা খুবই কঠিন এবং এটা তোমার জীবনের লক্ষ্য হতে পারে না।
প্রভা আরো লিখেছেন, কোনো নারী যদি পুনরায় বিয়ে করেন তাহলে বলা হয় সে তার স্বামীর মৃত্যুতে শোক প্রকাশ করেনি। আর নারীরা এসব পরিস্থিতির মধ্য দিয়ে বেঁচে থাকেন। এই পৃথিবীতে একজন নারী হওয়া সত্যিই সহজ নয়। আসুন সবাই নারীদের সম্মান করি।
এর আগে ২৪ ফেব্রুয়ারি ইনস্টাগ্রামে লাল গাউন পরা একটি ছবি শেয়ার করেছেন প্রভা। এর ক্যাপশনে নিজেকে সিঙ্গেল দাবি করেন তিন। সেখানে এই অভিনেত্রী লেখেন, পৃথিবীর দুটি জিনিস কখনো লুকিয়ে রাখা যায় না, তা হলো প্রেম ও লাল জামা। বিঃদ্রঃ আমি সিঙ্গেল!
এসএ