বিনোদন

সেই “পানি বিক্রেতা’ যুবকের পাশে ফারিয়া শাহরিন

কয়েকদিন আগে একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। যে ভিডিওতে দেখা যায়, ব্যস্ত রাস্তায় দাঁড়িয়ে চলন্ত বাসযাত্রীদের কাছে কিছুটা দৌঁড়াতে দৌঁড়াতে পানি ও জুস বিক্রি করছেন এক যুবক। বাস ছেড়ে দেওয়ার পরও তিনি পানি দিতে সক্ষম হন। মুখে তার রাজ্যের হাসি!

একই বাস থেকে অন্য একজন যাত্রী সেই মুহূর্তটি ভিডিও করেন। ভিডিওটি অল্প সময়েই ছড়িয়ে যায়। বিভিন্ন পেজ থেকে শেয়ার হয়। জীবিকার প্রয়োজনে একজন তরুণের এমন মুহূর্ত আবেগাপ্লুত করে নেটিজেনদের।

ভাইরাল হওয়া সেই যুবককে খুঁজে পেয়েছেন লাক্স সুপারস্টার মডেল ও অভিনেত্রী ফারিয়া শাহরিন। তাকে খুঁজে পেয়ে নিজের ফেসবুক ওয়ালে একটি পোস্ট করেন এই অভিনেত্রী।

পোস্টে তিনি জানান, ভাইরাল হওয়া সেই পানি বিক্রেতা যুবকের নাম মাসুদ। পোস্টে সেই যুবকের জন্য চাকরি চান ফারিয়া শাহরিন।

তার দেয়া পোস্টে তিনি লিখেছেন, ‘ফাইনালি এই ভিডিওতে যে ভাইটাকে আপনারা দেখছেন তাকে আমি খুঁজে পেয়েছি। আপনারা যদি কেউ এই ভাইকে আর্থিকভাবে সাহায্য করতে চান। তার বিকাশ নাম্বার ০১৭২৫৯১৫৫১৬। এটা উনি কিনা তার হোয়াটঅ্যাপে কল করে নিশ্চিত হয়েছি। ভাইটার জন্য চাকরি খুঁজছি, দেখি পারি কিনা!

এসময় ফারিয়া আরও জানান, ‘মাসুদ এসএসসি পর্যন্ত পড়েছেন। কেউ যদি উনাকে চাকরি দিতে পারেন দয়া করে উনার এই নম্বরে (০১৮৭৬৪৮০৩১৩) কল করবেন। উনার নাম মাসুদ। উনার একটা চাকরি খুব প্রয়োজন। আমি চেষ্টা করছি। আপনারা যদি আমার আগেই তাকে একটা চাকরি নিয়ে দিতে পারেন তাহলে খুব ভালো হয়। ভাইটার জন্য আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি। আমি জানি আপনারাও করবেন ইনশাআল্লাহ।’

পোস্টে সেই যুবকের সাথে ভিডিও কলের মুহূর্তের স্ক্রিনশটও শেয়ার করেন ফারিয়া। এমন পোস্ট দেয়ার ঘণ্টাখানেকের মধ্যে ব্যাপক সাড়াও পড়ে। সেই সঙ্গে এমন উদ্যোগের জন্য নেটিজেনদের বাহবা কুড়াচ্ছেন অভিনেত্রী।

২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছিলেন ফারিয়া শাহরিন। বাংলালিংকের ‘কথা দিলাম’ প্যাকেজের বিজ্ঞাপনচিত্র তার পরিচিতি বাড়িয়ে দেয়। অভিনয় করেছেন চলচ্চিত্রেও। সর্বশেষ কাজল আরেফিন পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অন্তরা চরিত্রে অভিনয় করে আলোচিত হন তিনি।

এই বিভাগের অন্য খবর

Back to top button