বিনোদন
মা হতে চলেছেন ক্যাটরিনা কাইফ

বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী ক্যাটরিনা কাইফ মা হতে চলেছেন। এই খবর নিয়ে দুই দিন ধরে চর্চা তুঙ্গে। কিছুদিন হলো বলিউডের কোনো ইভেন্টে দেখা যাচ্ছে না তাকে এবং নায়িকার স্বামী অভিনেতা ভিকি কৌশলকে। তাই ভক্তদের মনে বিশ্বাস ঢুকেছে, প্রথম সন্তান আসার অপেক্ষায় তারকা দম্পতি।
ক্যাটরিনা ঘনিষ্ঠ এক সূত্র ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘এটা নিশ্চিত যে, ক্যাটরিনা মা হতে চলেছেন। শনিবার ছিল ক্যাটরিনার জন্মদিন। নায়িকার ওই ঘনিষ্ঠ সূত্র জানান, বিশেষ এ দিনে মা হতে যাওয়ার খবর দেবেন ক্যাটরিনা। যদিও এখনো তেমন কোনো ঘোষণা দেননি অভিনেত্রী।
কয়েক মাস প্রেমের সম্পর্কে থাকার পর গত বছরের ৯ ডিসেম্বর বিয়ে করেন ভিকি ও ক্যাটরিনা।
বিয়ের আট মাস বাদে ক্যাটরিনার মা হতে চলার খবর। খবরটা কতটা সত্যি তা জানা যাবে ক্যাটরিনা মুখ খুললেই।