বিনোদন
“সবাই আমার ওজন নিয়ে খুব চিন্তিত কেন’, প্রশ্ন দীঘির

অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। বেশকিছু সিনেমায় নায়িকার চরিত্রে দেখা গেছে তাকে। তবে নিজের শারীরিক ওজন নিয়ে প্রায়শই সামাজিক যোগাযোগ মাধ্যমে বুলিংয়ের শিকার হতে হয় তাকে। অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমেই তার জবাব দিয়েছেন দীঘি।
রোববার সন্ধ্যায় নিজের ফেসবুকে সমালোচকদের উদ্দেশ্যে দীঘি লেখেন, ‘সবাই আমার ওজন নিয়ে খুব চিন্তিত! তারা আসলে ভুলে গেছেন আমি একজন অভিনয়শিল্পী, যার কাজ মূলত অভিনয় করা; জিম প্রশিক্ষণ না। ’
চাচ্চু খ্যাত এই জনপ্রিয় অভিনেত্রীর ওই পোস্টে একাত্মতা প্রকাশ করেছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়াসহ আরও অনেকে। সমালোচকদের এসব কথা গায়ে না মেখে কাজে মন দেওয়ার পরামর্শ দিয়েছেন দিঘীকে।