বিনোদন
বাবা-মা হলেন রণবীর-আলিয়া

কন্যাসন্তানের জন্ম দিয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী আলিয়া ভাট।
আজ রবিবার সকাল স্থানীয় সময় সাড়ে ৭টায় হাসপাতালে পৌঁছান রণবীর কাপুর ও আলিয়া। কয়েক ঘণ্টা পরই কন্যা সন্তানের জন্ম দেন আলিয়া।
চলতি বছরের ১৪ এপ্রিল বিয়ে করেন বলিউডের তারকা জুটি রণবীর ও আলিয়া। ২৭ জুন আলিয়ার সন্তানসম্ভবা হওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে। আলিয়া নিজেই ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে বিষয়টি জানিয়েছিলেন।
২০১৮ সালে প্রেমের সম্পর্কে জড়ান আলিয়া-রণবীর। তারপর দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করেন এই যুগল। তাদের প্রেম-বিয়ে নিয়ে জলঘোলা কম হয়নি। সব জল্পনার অবসান ঘটিয়ে গত ১৪ এপ্রিল মুম্বাইয়ের পালি হিলসের রণবীরের ‘বাস্তু’ বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।