বিনোদন

বাবা-মা হলেন রণবীর-আলিয়া

কন্যাসন্তানের জন্ম দিয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী আলিয়া ভাট।

আজ রবিবার সকাল স্থানীয় সময় সাড়ে ৭টায় হাসপাতালে পৌঁছান রণবীর কাপুর ও আলিয়া। কয়েক ঘণ্টা পরই কন্যা সন্তানের জন্ম দেন আলিয়া।

চলতি বছরের ১৪ এপ্রিল বিয়ে করেন বলিউডের তারকা জুটি রণবীর ও আলিয়া। ২৭ জুন আলিয়ার সন্তানসম্ভবা হওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে। আলিয়া নিজেই ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে বিষয়টি জানিয়েছিলেন।  

২০১৮ সালে প্রেমের সম্পর্কে জড়ান আলিয়া-রণবীর। তারপর দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করেন এই যুগল। তাদের প্রেম-বিয়ে নিয়ে জলঘোলা কম হয়নি। সব জল্পনার অবসান ঘটিয়ে গত ১৪ এপ্রিল মুম্বাইয়ের পালি হিলসের রণবীরের ‘বাস্তু’ বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।

এই বিভাগের অন্য খবর

Back to top button