বিনোদন

“নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল’: মিমকে বললেন পরীমণি

মধ্যরাতে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনির বিস্ফোরক পোস্ট। কি এমন হলো? কেন এত ক্ষেপলেন? কার ওপর ক্ষেপলেন পরীমণি? অনুরাগীদের মনে যে এমন প্রশ্ন বেড়েই চলেছে।

বুধবার দিবাগত রাত ৩টায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে দিয়েছেন একটি পোস্ট। সেখানে তিনি পরাণ ও দামাল সিনেমার কলাকুশলীদের ওপর ক্ষেপে গেলেন।

সেই ফেসবুক পোস্টে তিনি চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফিকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘রায়হান রাফি সিনেমার সঙ্গে সঙ্গে দালালিটাও ভালো করেন দেখি!

এ সময় তিনি পরাণ ও দামালের নায়িকা বিদ্যা সিনহা সাহা মিমকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল’। একই পোস্টে নিজের স্বামী বর্তমানে ঢালিউডের অন্যতম সুপারস্টার শরিফুল ইসলাম রাজকে লক্ষ্য করেও তীর ছুড়েছেন। তিনি রাজকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘এটি এতদূর গড়াতে দেওয়া উচিত হয়নি’।

শুরু থেকেই বিদ্যা সিনহা সাহা মিম আর নিজের স্বামী শরিফুল ইসলাম রাজকে নিয়ে সন্দেহ করে আসছিলেন। তবে কি সত্যি হতে চলেছে পরীর সন্দেহ?

পরীর ফেসবুক পোস্ট

এই বিভাগের অন্য খবর

Back to top button