বিচ্ছেদ নিয়ে মিথিলা বললেন: “আমার কাছে এই বিষয়টি খুব অনৈতিক’

কয়েকদিন ধরে অভিনেত্রী ও মডেল রাফিয়াত রশিদ মিথিলা এবং পশ্চিমবঙ্গের নির্মাতা সৃজিত মুখার্জির “সংসার’ ভাঙার গুঞ্জন চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই বিচ্ছেদের গুঞ্জন শুরু হয়।
এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন মিথিলা। মিথিলা বলেন, “সামাজিক মাধ্যমে আমাদের সাধারণ একটি পোস্ট কীভাবে ডিভোর্সের জল্পনা শুরু করতে পারে, এ বিষয়ে আমার কোনো ধারণা নেই। বিয়ে ভাঙার এই গুজব পুরোপুরি ভিত্তিহীন। আমরা একে অপরের সঙ্গে দারুণ আছি। নিজের কাজ নিয়ে ব্যস্ত আছি।’
সেই বিষয় উল্লেখ করে এ অভিনেত্রী বলেন, ‘শুরুতে সৃজিতের পোস্ট খেয়াল করিনি। যখন লোকজন এটি নিয়ে কথা বলতে শুরু করল, আমার বেশ কয়েকজন বন্ধু আমাকে ব্যাপারটা বলে। এ কথা শুনে আমি তো হতবাক। কারণ কত সহজে লোকজন আমাদের ডিভোর্স নিয়ে কথা বলছে! আমরা তো তেমন কিছুই লিখিনি।’
বিচ্ছেদের গুঞ্জনকে “অনৈতিক’ বলে মিথিলা বলেন, ‘আমার কাছে এই বিষয়টি খুব অনৈতিক। আমাদের একটি মেয়ে আছে, সে বড় হচ্ছে। ঠিক একইভাবে ডিভোর্সের জল্পনা শুরু হয়েছিল যখন করোনার জন্য ঢাকায় ছিলাম। জানি তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া চলে, তবে এখন বিষয়টি বাড়াবাড়ির পর্যায়ে চলে গেছে। দিন শেষে একজন নারীর মানহানি হচ্ছে, এটি ঠিক নয়।’