বিনোদন

রাজের সঙ্গে সিনেমা করবেন না মিম

বিদ্যা সিনহা মিম ও রাজ জুটির সুপারহিট হিট সিনেমা পরাণ। এই সিনেমাটি শুধু চলতি বছরের নয়, গত কয়েক বছরের মধ্যে একটি আলোচিত এবং ব্যবসা সফল সিনেমা। রায়হান রাফী পরিচালিত পরাণ সিনেমাটি হিট হওয়ার পর এই জুটির নতুন সিনেমা দামাল মুক্তি পায় সম্প্রতি।

দামাল এখনো দেশের বিভিন্ন সিনেমা হলে চলছে। পরপর ২টি সিনেমা সাড়া পাবার পর মিম ও রাজ জুটিকে নিয়ে নতুন সিনেমা নির্মাণের অফার আসতে থাকে একটার পর একটা। সেই সঙ্গে রায়হান জুয়েলের ‘পথে হলো দেখা’ সিনেমায় মিম চুক্তিবদ্ধ হয়েছিলেন। বিপরীতে রাজের অভিনয় করার কথা ছিল। কিন্তু রাজের সঙ্গে সিনেমা করছেন না মিম।

মিম গণমাধ্যমে বলেন, রাজের সঙ্গে সিনেমা করছি না। এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। অদূর ভবিষ্যতে কী হবে জানি না। কিন্তু এখনকার সিদ্ধান্ত সিনেমা করব না।

মিম আরও বলেন, দেখুন, একটি সিনেমা কিংবা নাটক করতে গেলে রোমান্টিক দৃশ্য থাকতেই পারে। যেখানে হাত ধরা নিয়েই প্রশ্ন তোলা হয়, সেখানে রোমান্টিক দৃশ্যে কীভাবে অভিনয় করব?’

মিম এক প্রশ্নের জবাবে বলেন, ‘পথে হলো দেখা ছাড়াও আরও একাধিক সিনেমা নিয়ে কথা হচ্ছিল। যেখানে আমরা দুজন জুটি হিসেবে অভিনয় করতাম। কিন্তু এখন তা হচ্ছে না।

নিজের ক্যারিয়ার নিয়ে মিম বলেন, ‘সবার ভালোবাসায় আমি ক্যারিয়ারের সুন্দর সময় পার করছি। সবার প্রতি সম্মান করেই বলছি, শোবিজ আমাকে অনেক দিয়েছে। আমি সুন্দরভাবে কাজ করতে চাই।’

এই বিভাগের অন্য খবর

Back to top button