বিয়ে করে পায়ে বেড়ি পড়তে চান না জয়া আহসান

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের বিয়ে নিয়ে প্রশ্ন অনেক ভক্ত-শুভাকাঙ্ক্ষীর। কবে বিয়ে করবেন তাদের প্রিয় তারকা?
সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের বিয়ে নিয়ে কথা বলেছেন জয়া আহসান। সোজাসাপটা উত্তর দিয়েছেন। কবে বিয়ে করছেন জানতে চাইলে তিনি বলেন, আমি খুব ভালো আছি। কেন আমার পায়ে বেড়ি পড়াতে চাইছেন। বিয়ের ব্যাপারে যে আপাতত কোনো ইচ্ছা নেই সে কথাও বললেন অভিনেত্রী। বলেন, ‘আমার তো কোনো ইচ্ছা নেই। তবে কোনো কিছুই কখনো বলা যায় না, কখন কী হয়! আমি ভালো আছি। আপাতত বিয়ের ইচ্ছা নেই আমার।’
উল্লেখ্য, গত কয়েক সপ্তাহে রাজধানীর বিয়ের অনুষ্ঠানে অভিনেত্রীর হাজির হওয়া মূলত একটি প্রতিষ্ঠানের ক্যাম্পেইনের অংশ। এর নাম দেয়া হয়েছে ওয়েডিং ক্রাশ। প্রতিষ্ঠানের একটি পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন জয়া আহসান। সেটার প্রচারের অংশ হিসেবেই বিয়ের অনুষ্ঠানে হুটহাট হাজির তিনি।