মেজর সিনহাকে নিয়ে সিনেমা, অভিনয়ে শাকিব খান

বাংলাদেশ সেনাবাহিন্যের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ২০২০ সালের ৩১ জুলাই কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত হন তিনি, যা সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছিল। এই ঘটনাকে ভিত্তি করে সিনেমার কাহিনি তৈরি করা হয়েছে।
সিনেমায় মেজর সিনহার চরিত্রে অভিনয় করবেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। ২৬ বছরের অভিনয়জীবনে এটি তার প্রথমবার সেনাবাহিনীর চরিত্রে এবং ইউনিফর্মে দেখা যাবে তাকে।
সিনেমার নাম এখনও চূড়ান্ত হয়নি। পরিচালনায় থাকছেন বিজ্ঞাপন নির্মাতা শাকিব ফাহাদ, যিনি এটি তার প্রথম চলচ্চিত্র পরিচালনা করবেন। শুটিং শুরু হবে সেপ্টেম্বর ২০২৫ থেকে।
পরিচালক জানান, সিনেমাটি সত্য ঘটনার ওপর ভিত্তি করে তৈরি হলেও কাহিনিতে কিছু পরিবর্তন থাকবে। দেশপ্রেম, অ্যাকশন ও মানবিক আবেগ মিশিয়ে এটি একটি শক্তিশালী গল্পের ছবি হবে। এটি ঈদের পরিবর্তে বছরের এক শুক্রবার মুক্তি পাবে।