প্রয়াত এন্ড্রু কিশোরকে কর পরিশোধের জন্য চিঠি

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি প্লেব্যাক শিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যুর পাঁচ বছর পর তার নামে কর পরিশোধের জন্য নোটিশ পাঠিয়েছে কর অঞ্চল–১২।
সহকারী কর কমিশনার কাজী রেহমান সাজিদের স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, এন্ড্রু কিশোরের নামে মোট ৭২ হাজার ৮০৩ টাকা কর বকেয়া রয়েছে। এর মধ্যে ২০০৫–০৬ অর্থবছরে ২২ হাজার ৪২৩ টাকা এবং ২০১২–১৩ অর্থবছরে ৫০ হাজার ৩৮০ টাকা কর বকেয়া।
সহকারী কর কমিশনার কাজী রেহমান সাজিদ বলেন, “এটি নিয়মিত প্রক্রিয়ার অংশ। মৃত করদাতার নামে কর বকেয়া থাকলে তা উত্তরাধিকারীদের ওপর বর্তায়। তাই নিয়ম মেনে চিঠি পাঠানো হয়েছে।”
কর আইন অনুযায়ী, মৃত করদাতার সম্পদ থেকে কর আদায়ের ক্ষেত্রে প্রথমে একজন উত্তরাধিকারীকে প্রতিনিধি হিসেবে মনোনীত করা হয়। ওই প্রতিনিধি প্রতিবছর মৃত ব্যক্তির পক্ষে রিটার্ন জমা দেন এবং কর পরিশোধ করেন। মৃত ব্যক্তির নামে থাকা সম্পদ বা ব্যবসা থেকে করযোগ্য আয় থাকলে তবেই কর দিতে হয়; আয় না থাকলে রিটার্ন দেওয়ার প্রয়োজন হয় না। তবে উত্তরাধিকারীদের নামে সম্পদের ভাগ-বাটোয়ারা শেষ না হওয়া পর্যন্ত প্রতিনিধি কর প্রদানে বাধ্য থাকেন। নিয়ম না মানলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে।
উল্লেখ্য, জনপ্রিয় গায়ক এন্ড্রু কিশোর ২০২০ সালের ৬ জুলাই মারা যান।