বগুড়া জেলাবিনোদন
প্রধান খবর

বগুড়ার ‘মধুবন সিনেপ্লেক্স’ বন্ধ ঘোষণা

মধুবন সিনেপ্লেক্স। ছবি: সংগৃহীত

বগুড়ার আধুনিক প্রেক্ষাগৃহ মধুবন সিনেপ্লেক্স আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) থেকে ‘একেবারে বন্ধ’ হয়ে যাচ্ছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত ১০টা ২১ মিনিটে সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়।

২০২১ সালে আধুনিক রূপে যাত্রা শুরু করেছিল মধুবন সিনেপ্লেক্স। তবে সিনেমার সঙ্কট, পর্যাপ্ত দর্শকের অভাব এবং টানা লোকসানের কারণে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

অফিসিয়াল ফেসবুক পোস্টে বলা হয়—
“প্রিয় দর্শক, দীর্ঘদিন আপনাদের ভালোবাসা ও সমর্থনে মধুবন সিনেপ্লেক্স ছিল বিনোদন আর আনন্দের ঠিকানা। কিন্তু দর্শক চাহিদা অনুযায়ী সিনেমার অভাব এবং সরকারের এই শিল্পের প্রতি অনীহার কারণে সামান্য দর্শক নিয়ে হল চালানো সম্ভব নয়। অস্বাভাবিক বিদ্যুৎ বিল, কর্মচারীদের বেতনসহ নানা কারণে আমাদের কার্যক্রম বন্ধ করতে বাধ্য হচ্ছি। এই সিদ্ধান্ত নেওয়া আমাদের জন্য অত্যন্ত কষ্টের, কারণ সিনেমা হল কেবল ব্যবসা নয়—এটি আমাদের সংস্কৃতি, আবেগ ও আনন্দ ভাগাভাগির স্থান।”

শেষ বার্তায় আরও বলা হয়—
“আপনাদের পাশে পাওয়াটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। প্রতিটি দর্শকের প্রতি আমরা কৃতজ্ঞ। ভালোবাসা রইল সবার প্রতি।”

হল কর্তৃপক্ষ জানায়, মধুবনের পাশাপাশি শিগগিরই মণিহার সিনেমা হলও বন্ধ করে দেওয়া হবে।

মধুবন সিনেপ্লেক্সের মালিক রোকনুজ্জামান ইউনূস বলেন, “মধুবন একেবারে বন্ধ রাখছি। সিনেমা হল ভেঙে সেখানে কী করা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।”

এই বিভাগের অন্য খবর

Back to top button