অর্থ ও বানিজ্য

আবার বাড়লো এলপিজি গ্যাসের দাম

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বেড়েছে। এখন থেকে ভোক্তা পর্যায়ে একটি ১২ কেজি এলপিজির সিলিন্ডার কিনতে খরচ হবে ১ হাজার ২৫৯ টাকা। যা আগে ছিল ১ হাজার ৩৩ টাকা।

আজ রোববার অনলাইনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এলপিজির নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। 

এদিকে রাষ্ট্রায়ত্ত কোম্পানির এলপিজির দাম পরিবর্তন করা হয়নি। সাড়ে ১২ কেজি এলপিজির দাম আগের মূল্য ৫৯১ টাকাই থাকছে। এ ছাড়া গাড়িতে ব্যবহৃত এলপিজির দাম আবারও বাড়ানো হয়েছে। নতুন দাম নির্ধারণ করা হয়েছে লিটারপ্রতি ৫৮ টাকা ৬৮ পয়সা। যা আগে ছিল ৫০ টাকা ৫৬ পয়সা। 

গত ১২ এপ্রিল থেকে দেশে প্রথমবারের মত এলপিজির দাম নির্ধারণ করে আসছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এর পর থেকে প্রতি মাসে একবার করে দাম সমন্বয় করা হচ্ছে। 

এই বিভাগের অন্য খবর

Back to top button