এলপিজি গ্যাসের দাম আবারও বাড়লো

দেশে আবারো বাড়লো তরল পেট্রোলিয়াম গ্যাসের (এপিজি) দাম।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বেসরকারিখাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূসকসহ খুচরা মূল্যতে ৪৮ টাকা বাড়ানো হয়েছে।
রোববার এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানায়, নতুন এ দাম এ দিন সন্ধ্যা থেকেই কার্যকর করা হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এলপিজি গ্যাসে কেজিপ্রতি চার টাকা বেড়েছে। বেসরকারি পর্যায়ে এপ্রিল মাসের জন্য এলপিজি মূসকসহ কেজিপ্রতি ১১৫ টাকা ৮৮ পয়সা থেকে বাড়িয়ে ১১৯ টাকা ৯৪ পয়সা করা হয়েছে। সে হিসাবে ১২ কেজি সিলিন্ডারের এলপিজির মূসকসহ সর্বোচ্চ খুচরা মূল্য হবে ১ হাজার ৪৩৯ টাকা।
ঘোষণা অনুযায়ী, মোটরগাড়ির জন্য অটোগ্যাসের দামও বর্তমানে মূসকসহ প্রতি লিটার ৬৪ দশমিক ৭৮ টাকা থেকে বাড়িয়ে ৬৭ দশমিক ০২ টাকা করা হয়েছে।
তবে উৎপাদন পর্যায়ে ব্যয়ের পরিবর্তন না হওয়ায় রাষ্ট্রায়ত্ত কোম্পানির উৎপাদিত এলপিজির দাম পরিবর্তন করা হয়নি।