অর্থ ও বানিজ্য

সেপ্টেম্বরে প্রবাসী আয় এসেছে ২৬৮ কোটি ডলার

ছবি: সংগৃহীত

বিদায়ী সেপ্টেম্বর মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার রেমিট্যান্স, যা আগের মাসের তুলনায় প্রায় সাড়ে ১৬ কোটি ডলার বেশি। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, আগস্টে প্রবাসী আয় এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ডলার, আর গত বছরের সেপ্টেম্বরে ছিল ২৪০ কোটি ৪১ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, সেপ্টেম্বরে প্রথম ২১ দিনেই দেশে এসেছে ২০৩ কোটি ১০ লাখ ডলার, যেখানে গত বছরের একই সময়ে প্রবাসী আয় ছিল ১৬৩ কোটি ৪০ লাখ ডলার।

ব্যাংক–সংশ্লিষ্টরা জানান, আওয়ামী লীগ সরকারের পতনের পর বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানো বাড়ছে। ডলারের উচ্চমূল্য এবং অবৈধ হুন্ডি ব্যবসা কমে আসায় প্রবাসীরা এখন ব্যাংকিং চ্যানেলকেই বেশি পছন্দ করছেন। এর ফলে সাম্প্রতিক মাসগুলোতে রেমিট্যান্স প্রবাহে ধারাবাহিক বৃদ্ধি দেখা যাচ্ছে।

গত এক বছরে প্রবাসী আয় ইতিবাচক ধারায় রয়েছে। এর মধ্যে গত মার্চ মাসে রেকর্ড ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স দেশে এসেছে, যা এক মাসে সর্বোচ্চ আয় হিসেবে এখনো অপ্রতিদ্বন্দ্বী।

তথ্যসূত্র: প্রথম আলো

এই বিভাগের অন্য খবর

Back to top button