
ছবি: সংগৃহীত
দেশের সোনার বাজারে চলছে রীতিমতো অস্থিরতা। টানা পাঁচ দিন বাড়ার পর একদিন কমলেও, পরদিনই আবার দাম বেড়ে যাচ্ছে। এভাবে ওঠানামার মধ্যেই ইতিহাস গড়ে ভরিপ্রতি সোনার দাম দুই লাখ টাকা ছাড়িয়েছে— যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ।
মঙ্গলবার (৬ অক্টোবর) আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দরে ভরিপ্রতি সোনার দাম বেড়েছে ৩ হাজার ১৫০ টাকা। ফলে এখন থেকে ভালো মানের (২২ ক্যারেট) সোনা কিনতে লাগবে ২ লাখ ৭২৬ টাকা। নতুন দাম কার্যকর হবে বুধবার (৭ অক্টোবর) থেকে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে।
নতুন ঘোষণায় ২১ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি ১ লাখ ৯১ হাজার ৬০৫ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬৪ হাজার ২২৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৩৬ হাজার ৪৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
তবে এদিন রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। ফলে ২২ ক্যারেট রুপার দাম ভরিপ্রতি ৩ হাজার ৬২৮ টাকা, ২১ ক্যারেট ৩ হাজার ৪৫৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৯৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ২২৮ টাকায় অপরিবর্তিত রয়েছে।
বাজুস জানিয়েছে, সোনা ও রুপার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুসের নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে।
এর আগে সর্বশেষ ৪ অক্টোবর সোনার দর বাড়িয়েছিল বাজুস, তখনও রুপার দাম অপরিবর্তিত ছিল।