বগুড়ায় নির্বাচনের লাইভ ভিডিও করতে গিয়ে লাশ হলেন যুবক

বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউপি নির্বাচনে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জাকির হোসেন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (০৫ জানুয়ারি) দুপুরে রামেশ্বরপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের জাইগুলি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে।
নিহত জাকির একই ইউনিয়নের জাইগুলি উত্তরপাড়া এলাকার লয়া মিয়ার ছেলে। তিনি পেশায় রং মিস্ত্রি ছিলেন।
এছাড়াও সক্রিয় সদস্য হিসেবে যুক্ত ছিলেন নিরাপদ সড়ক চাই সংগঠনের সঙ্গে। স্থানীয় সূত্রে জানা যায়, জাকির এলাকার বিভিন্ন সমস্যা ফেসবুকে তুলে ধরতেন।
জাকির লাইভটিভি নামে একটি আইপিটিভিও ছিল তার। বুধবার সকাল থেকে নির্বাচন নিয়ে লাইভ করছিলেন জাকির।
দুপুরে রামেশ্বরপুর ২ নং ওয়ার্ডের দুই মেম্বার প্রার্থী ফেরদৌস হাসান মিঠু (ফুটবল) ও ডা. সাহিদুল ইসলামের (তালা প্রতীক) সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। জাকির ডা. সাহিদুলের সমর্থক ছিলেন। তিনি সেখানে গিয়ে ভিডিও করার সময় প্রতিপক্ষের লোকেরা তার ওপর হামলা চালায়। এ সময় তার মাথায়, পিঠে ও পাজরে ছুরিকাঘাত করা হয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে জাকিরকে উদ্ধার করে শহীদ জিয়া মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহবুব আলম জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে জাকিরের মৃত্যু হয়েছে।
গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম বলেন, প্রতিপক্ষের হামলায় জাকির আহত হলে তাকে হাসপাতালে নেওয়ার পর বিকেল ৩টার দিকে মৃত্যু হয়। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে।