গাবতলী উপজেলা
প্রধান খবর

বগুড়ায় গরুর ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার গাবতলী উপজেলায় গরুর ঘাস কাটতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে শেফালি বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের মধ্যমার ছেও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শেফালি বেগম ওই গ্রামের দেলোয়ার প্রামাণিকের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে শেফালি বেগম বাড়ির পাশে ইছামতী নদীর তীরে তীরমোহনী মাঠে গরুর জন্য ঘাস কাটতে যান। এ সময় ঝড়-বৃষ্টি শুরু হলে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী শফিক ইসলাম জানান, আমি নদীর এপারে বসে ছিলাম, হঠাৎ বজ্রপাতের শব্দ ও চিৎকার শুনে নদী পার হয়ে গিয়ে দেখি মাঠের মধ্যে তিনি মৃত অবস্থায় পড়ে আছেন। পরে তাকে বাড়িতে নিয়ে আসি।

বিষয়টি নিশ্চিত করে নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হৃদয় হোসেন গোলজার বলেন, “দুপুরে বজ্রপাতে শেফালি বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি গরুর জন্য মাঠে ঘাস কাটতে গিয়েছিলেন”

গাবতলী মডেল থানার ওসি সেরাজুল হক বলেন, “বজ্রপাতে এক নারীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের জলবায়ু ও আবহাওয়া গবেষক মোস্তফা কামাল পলাশ জানান, আজ রবিবার ও আগামীকাল সোমবার বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ও সিলেট বিভাগের জেলাগুলোর উপরে এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে, সিকিম, ও আসাম রাজ্যের উপরে ভারি থেকে খুবই ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।

এমন পরিস্থিতির জন্য মোস্তফা কামাল পলাশ বলেন, বজ্রপাতের সময় ঘরে অবস্থান করুন, প্রাণ রক্ষা করুন। বজ্রপাতের সময় মাঠে কৃষি কাজ করা থেকে সম্পূর্ণ রূপে বিরত থাকুন।

সতর্কতা: বজ্রপাতের সময় খোলা জায়গা, গাছের নিচে বা পানির ধারে অবস্থান করবেন না। ছাদে ওঠা ও মোবাইল ব্যবহার এড়িয়ে চলুন। ঘরে থাকলে বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখুন এবং নিরাপদ আশ্রয়ে থাকুন।

এই বিভাগের অন্য খবর

Back to top button