আন্তর্জাতিক খবর
প্রধান খবর

জাতিসংঘসহ আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে যুক্তরাষ্ট্র প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘের সহযোগী সংস্থাসহ আন্তর্জাতিক অন্তত ৬৬টি সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার (৭ জানুয়ারি) এ ঘোষণা দেন তিনি। তালিকায় রয়েছে জাতিসংঘের ৩১টি সংস্থা এবং জাতিসংঘের বাইরে থাকা ৩৫টি আন্তর্জাতিক সংস্থা

ঘোষণায় ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র কয়েক ডজন আন্তর্জাতিক ও জাতিসংঘ-সম্পর্কিত সংস্থা থেকে নিজেদের প্রত্যাহার করে নেবে। এসব সংস্থা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের পরিপন্থি কার্যক্রমে যুক্ত—এমন অভিযোগ করেন তিনি। প্রত্যাহার তালিকায় গুরুত্বপূর্ণ জলবায়ু চুক্তি, পাশাপাশি লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়ন বিষয়ক জাতিসংঘের সংস্থাও রয়েছে।

যেসব জাতিসংঘ সংস্থা থেকে প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো—
ইউএন ডিপার্টমেন্ট অব ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্স, ইউএন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের বিভিন্ন আঞ্চলিক কমিশন (আফ্রিকা, ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান, এশিয়া-প্যাসিফিক, ওয়েস্টার্ন এশিয়া), ইন্টারন্যাশনাল ল’ কমিশন, ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার, পিসবিল্ডিং কমিশন ও পিসবিল্ডিং ফান্ড, ইউএন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট (UNCTAD), ইউএন ডেমোক্রেসি ফান্ড, ইউএন এনার্জি, ইউএন এন্টিটি ফর জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড দ্য এমপাওয়ারমেন্ট অব উইমেন (UN Women), ইউএন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ (UNFCCC), ইউএন পপুলেশন ফান্ড (UNFPA), ইউএন ইউনিভার্সিটি এবং ইউএন ওয়াটার।

এ ছাড়া শিশু ও সশস্ত্র সংঘাত, যৌন সহিংসতা এবং শিশুদের বিরুদ্ধে সহিংসতা বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধির দপ্তরগুলোকেও তালিকায় রাখা হয়েছে।

জাতিসংঘের বাইরে যেসব সংস্থা

নন-ইউএন তালিকায় রয়েছে—
ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (IPCC), ইন্টারন্যাশনাল রিনিউএবল এনার্জি এজেন্সি (IRENA), ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (IUCN), গ্লোবাল কাউন্টারটেররিজম ফোরাম, গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেক্টোরাল অ্যাসিস্ট্যান্স, ভেনিস কমিশন অব দ্য কাউন্সিল অব ইউরোপসহ মোট ৩৫টি আন্তর্জাতিক সংস্থা।

আন্তর্জাতিক প্রতিক্রিয়া আসতে পারে

বিশ্লেষকদের মতে, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার, নারী উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতা সংশ্লিষ্ট একাধিক গুরুত্বপূর্ণ সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়ার সিদ্ধান্ত বৈশ্বিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। এ বিষয়ে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে প্রতিক্রিয়া আসার সম্ভাবনাও রয়েছে।

সূত্র: এপি

এই বিভাগের অন্য খবর

Back to top button