আন্তর্জাতিক খবর

পাকিস্তানে বোমা বিস্ফোরণে শিশুসহ ৮ জন নিহত, আহত ৭০ এর বেশি

পাকিস্তান এর পেশোয়ারের একটি মাদ্রাসায় বোমা বিস্ফোরণে শিশুসহ ৮জন নিহত হয়েছে এবং আহত হয়েছে ৭০ জনেরও বেশি।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল প্রায় সাড়ে ৮টার দিকে নগরীর দির কলোনির জামিয়া জুবেরিয়া মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনা ঘটে।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, কুরআন ক্লাস চলার সময় বিস্ফোরণটি ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একটি বিস্ফোরক ডিভাইস দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং এতে পাঁচ কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিস্ফোরণের কিছুক্ষণ আগে এক ব্যক্তিকে একটি ব্যাগ নিয়ে মাদ্রাসা ভবনে প্রবেশ করতে দেখেছেন তিনি। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button