মোদী – বাইডেন ফোনালাপ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে প্রথমবারের মতো ফোনালাপ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এতে করোনা প্রতিরোধ ও জলবায়ুসহ বিভিন্ন ইস্যুতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করেন তাঁরা।
সোমবার রাতে এক টুইটবার্তায়, প্রেসিডেন্ট বাইডেনের সাথে ফোনালাপের কথা নিশ্চিত করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, বিশ্বের অন্যান্য দেশের মতো যুক্তরাষ্ট্রের সাথে কৌশলগত বন্ধুত্বপূর্ণ সব সম্পর্ক বজায় রাখবে ভারত। এতে দক্ষিণ এশিয়ার এ অঞ্চলে শান্তি ও নিরাপত্তা বজায় থাকবে বলে আশা তার।
আজ (বুধবার) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে দ্বিপাক্ষিক সুসম্পর্ক বজায় রাখতে নয়াদিল্লির প্রতিশ্রুতির কথা আবারও স্মরণ করিয়ে দিয়েছেন মোদি। ফোনে আলাপকালে দুই দেশের মধ্যে করোনাভাইরাস মহামারি মোকাবিলায় সহযোগিতা, সাশ্রয়ী মূল্যের ভ্যাকসিন বিতরণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সহযোগিতার মতো বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
এদিকে, উভয় দেশ প্রধানের ফোনালাপের কথা জানিয়েছে হোয়াইট হাউজও। ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে উভয় দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করা হয়।