আন্তর্জাতিক খবর
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে মামলা

ক্যাপিটল হিলে হামলায় উস্কানির অভিযোগে সদ্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছেন জ্যেষ্ঠ ডেমোক্রেটিক কংগ্রেসম্যান বেনি থম্পসন।
মঙ্গলবার করা মামলায় ট্রাম্পসহ তার আইনজীবী রুডি জুলিয়ানা ও দুই শ্বেতাঙ্গ গোষ্ঠীকে আসামি করা হয়েছে। কংগ্রেসম্যান বেনি থম্পসন জানায়, ১৩ ফেব্রুয়ারির পর কোনো নাগরিক সংগঠন মামলা না করায় এমন উদ্যোগ নেন তিনি।
মামলায় বাদীপক্ষকে সমর্থন জানিয়েছেন, এনএএসিপি প্রেসিডেন্ট ডেরিক জনসন।
এদিকে প্রেস বিজ্ঞপ্তিতে মার্কিন সিনেটের নেতা মিচ ম্যাককনেলকে ব্যক্তিগত আক্রমণ করেন ডোনাল্ড ট্রাম্প। ম্যাককনেলকে রিপাবলিকানদের জন্য ঝুঁকিপূর্ণ উল্লেখ করে দ্রুত তাকে অপসারণের আহ্বান জানান ট্রাম্প।