অস্ট্রিয়ায় করোনার ভয়ে গ্রামের নাম পাল্টাতে চান বাসিন্দারা

এই মুহূর্তে পৃথিবীজুড়ে আতঙ্কের নাম করোনাভাইরাস। ২০২০ সাল থেকে এই শব্দটি যেন অভিশাপ নিয়ে এসেছে। ভাইরাসটির নামের সঙ্গে মিল রয়েছে অস্ট্রিয়ার আল্পস পাহাড়ের পাদদেশে অবস্থিত ছোট্ট গ্রাম ‘সেন্ট করোনা’র। অস্ট্রিয়ায় ‘সেন্ট করোনা’ গ্রামটি বিশ্বজুড়ে বিখ্যাত হয়ে গেছে তার এই অদ্ভুত নামের জন্য। গ্রামটিরও অনেকেই আবার করোনার সংক্রমণের শিকার হয়েছিল। এতে তাদের আতঙ্ক যেন আরও বেড়ে যায়।
সিএনএ লাইফস্টাইলের এক প্রতিবেদনে বলা হয়, এমন পরিস্থিতিতে গ্রামের নাম পাল্টে ফেলতে মেয়রের প্রতি আবেদন জানান গ্রামবাসী। সেখানকার মেয়র মাইকেল গ্রুবারও গ্রামবাসীদের মতোই ভাবনা-চিন্তা করছিলেন।
গ্রামটি পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয় এর প্রাকৃতিক দৃশ্যের কারণে। সেখানকার মনোরম জলবায়ু এবং প্রাকৃতিক পরিবেশ বহু মানুষকে আকৃষ্ট করে। সারা বছরই সেখানে দেশি-বিদেশি পর্যটকদের ভিড় লেগে থাকে। গ্রামটির প্রায় ৪০০ বাসিন্দা ভ্রমণ অর্থনীতির ওপরই নির্ভরশীল।
তবে অনেকের মতে, নামের কারণে মহামারি পরবর্তী সময়ে গ্রামটিতে পর্যটকের সংখ্যা বাড়বে। তাই তারা নাম পাল্টানোর ক্ষেত্রে আরও ধৈর্য্য দেখাতে চান।