আন্তর্জাতিক খবর

অস্ট্রেলিয়ায় বাধ্যতামূলক টিকাদান কর্মসূচির বিরুদ্ধে বিক্ষোভ

অস্ট্রেলিয়ায় চলমান টিকাদান কর্মসূচির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করেছেন দেশটির হাজার হাজার মানুষ। শনিবার দেশটির সব বড় শহরে এ বিক্ষোভ হয়েছে। সংবাদসূত্র :এএফপি, আল-জাজিরা

বিশ্বের যে কয়েকটি দেশে সফলভাবে টিকাদান কর্মসূচি পরিচালিত হয়েছে, সে সবের মধ্যে অস্ট্রেলিয়া অন্যতম। সরকারি তথ্য অনুযায়ী, দেশটির ১৬ বছরের বেশি জনগণ প্রায় ৮৫ শতাংশ করোনা টিকার দুই ডোজ সম্পূর্ণ করেছেন।

বিশ্বের অনেক দেশের চেয়ে অস্ট্রেলিয়ায় মোট করোনা সংক্রমণ ও মৃতু্যর হার বেশ কম। সরকারি তথ্য অনুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন মাত্র এক লাখ ৯৫ হাজারের কিছু বেশি মানুষ এবং এ রোগে মৃতু্য হয়েছে মোট এক হাজার ৯৩৩ জনের।

কিন্তু আন্দোলনকারীদের মূল ক্ষোভ সরকারের বাধ্যতামূলক টিকাদান নীতি নিয়ে। অস্ট্রেলিয়ার সরকারের সাম্প্রতিক ঘোষণায় দেশটিতে যেকোনো চাকরি আবেদনের জন্য টিকার সনদের অনুলিপি জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

সরকারের এ সিদ্ধান্ত বাতিলের দাবিতে সিডনি, মেলবোর্নসহ দেশের বড় সব শহরে বিক্ষোভ করেছেন হাজার হাজার অস্ট্রেলীয়। তবে কোথাও কোনো সংঘাতের ঘটনা ঘটেনি।

পাশাপাশি, সরকারের টিকাদান নীতির সমর্থনেও মিছিল হয়েছে বড় শহরগুলোতে। তবে সেসব মিছিলে লোকজনের সংখ্যা ছিল তুলনামূলকভাবে কম।

অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল শহর এবং দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য নিউ সাউথ ওয়েলসের রাজধানী সিডনি শহরে হয়েছে সবচেয়ে বড় বিক্ষোভ। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার সিডনিতে বিক্ষোভে অংশ নিয়েছেন ১০ হাজারের বেশি মানুষ।

সিডনিতে টিকাদান কর্মসূচি বিরোধীদের বিক্ষোভে উপস্থিত ছিলেন দেশটির ডানপন্থি রাজনীতিবিদ ক্রেইগ কেলি। তিনি বলেন, ‘জনগণের এ ক্ষোভ বৈধ। কারণ, একদল নির্মম স্বভাবের আমলা আমাদের স্বাস্থ্য ব্যবস্থা চালাচ্ছে।’

এই বিভাগের অন্য খবর

Back to top button