আন্তর্জাতিক খবর

কানাডায় মাছ ধরার ট্রলার ডুবে ১০ জনের মৃত্যু, নিখোঁজ ১১

কানাডার পূর্ব উপকূলে একটি স্প্যানিশ মাছ ধরার ট্রলার ডুবে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ১১ জন। 

সোমবার (১৪ ফেব্রুয়ারি) গভীর রাতে নিউফাউন্ডল্যান্ড উপকূল থেকে প্রায় সাড়ে চারশ’ কিলোমিটার দূরে ভিলা ডি পিটাংসো নামের ট্রলারটি থেকে দুটি বিপদ সংকেত পাঠানো হয় বলে জানায় উদ্ধারকারী সংস্থা সালভামেন্টো মেরিটাইমো।  

ট্রলারটিতে ১৬ জন স্প্যানিশ, পাঁচ পেরুভিয়ান ও তিন ঘানাইয়ান নাগরিকসহ ২৪ জন ক্রু ছিলেন। তাদের মধ্যে তিনজনকে হাইপোথারমিয়ায় আক্রান্ত অবস্থায় একটি লাইফবোট থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। 

এই বিভাগের অন্য খবর

Back to top button