আন্তর্জাতিক খবর

এই প্রথম পাকিস্তান সফরে বিল গেটস

প্রথমবারের মতো পাকিস্তান সফরে গেছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস।

বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিল গেটস। প্রধানমন্ত্রী ইমরান খানের বিশেষ আমন্ত্রণে বিল গেটস পাকিস্তান সফরে গেছেন।

সফরে ইমরান খানের সঙ্গে আফগানিস্তান ও পাকিস্তানের পোলিও পরিস্থিতি নিয়ে আলোচনা করেন বিল গেটস।

বিল গেটস বলেন, ‘আমাদের কাজ এখনো শেষ হয়নি। তবে আমরা এযাবৎকালের মধ্যে সবচেয়ে ভালো অবস্থার মধ্যে আছি। ’

ইমরান খান বলেন, ‘বিল গেটসের অনেক কৃতিত্ব রয়েছে। এ ছাড়া তিনি জনহিতকর কাজের জন্যও বিশ্বব্যাপী প্রশংসিত।পোলিও নির্মূল এবং দারিদ্র্য বিমোচনে তাঁর অপরিসীম অবদানের জন্য পাকিস্তান জাতির পক্ষ থেকে তাঁকে ধন্যবাদ জানাই। ’ 

আন্তর্জাতিক পোলিও নির্মূল-সংক্রান্ত প্রকল্পের (জিপিইআই) অংশ হিসেবে পোলিও নির্মূলে কাজ করছে দ্য বিল অ্যান্ড মিলিন্ডা গেটস ফাউন্ডেশন। এ ফাউন্ডেশনের কো-চেয়ার হিসেবে নিযুক্ত আছেন বিল গেটস।

এই বিভাগের অন্য খবর

Back to top button