আন্তর্জাতিক খবর

জাপানে মেয়েদের ঝুঁটি করে চুল বাধার স্টাইল নিষিদ্ধ

জাপানের স্কুলগুলোতে মেয়েদের ঝুঁটি করে চুল বাধার স্টাইল নিষিদ্ধ করা হয়েছে। বলা হয়েছে, ঝুঁটি করে বাঁধা চুল যৌন উত্তেজনা তৈরি করতে পারে। ইয়ন নিউজের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষকদের ভয় এই ধরনের চুল বাঁধার ফলে মেয়েদের ঘাড়ের একটি অংশ উন্মুক্ত হয়ে থাকে যা যৌন উত্তেজক।

জাপানের একটি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মটোকি সুগিয়ামা বলেছেন, ‘স্কুল কর্তৃপক্ষ তাকে বলেছে-মেয়েরা ঝুঁটি করতে পারবে না কারণ এতে তাদের ঘাড়ের একটি অংশ উন্মুক্ত হয়ে থাকে যা বিপরীত লিঙ্গকে উত্তেজিত করতে পারে।

তিনি আরও বলেন, আমি সর্বদা এ ধরনের নিয়মের সমালোচনা করেছি কিন্তু এই বিষয়ে কঠোর অবস্থান কেউ নেয়নি কখনো। আর এজন্য এটি এখন এতটাই স্বাভাবিক হয়ে গেছে যে শিক্ষার্থীরা সেগুলো স্বাভাবিকভাবে গ্রহণ করছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button