আন্তর্জাতিক খবর

ইলন মাস্কের সাথে ব্রেকআপ করলো ক্লেয়ার গ্রিমস

টেসলার সিইও ইলন মাস্কের সঙ্গে আবারও ব্রেক‌আপের ঘোষণা দিয়েছেন পপ সঙ্গীতশিল্পী ক্লেয়ার গ্রিমস।

মাস্কের প্রেমিকা গ্রিমস’র এক টুইট বার্তার বরাতে খবরটি জানিয়েছে এনডিটিভি।

তাদের দ্বিতীয় সন্তানের আগমন ঘোষণার পরে এই খবর আসলো।

ইলন মাস্কের প্রেমিকা গ্রিমস টুইটারে লিখেছেন, “এই পোস্টটি লেখার সময় থেকে আমি এবং ‘ই’ আবার ব্রেক‌আপ করেছি, কিন্তু তিনি আমার সেরা বন্ধু, আমার জীবনের ভালোবাসা….।”

তারা ২০১৮ সাল থেকে ডেটিং শুরু করেছিলেন বলে জানা গেছে। সেই বছরের মেট গালায় একসঙ্গে উপস্থিত হয়ে তারা তাদের সম্পর্ককে আনুষ্ঠানিক করে তুলেছিলেন।

এছাড়া গত বছরের সেপ্টেম্বরে, মাস্ক ঘোষণা দেন যে তিনি এবং গ্রিমস তিন বছর একসাথে থাকার পরে “আধা-বিচ্ছিন্ন” হয়েছেন। তিনি তখন পেজ সিক্সকে জানান, “আমরা আধা-বিচ্ছিন্ন কিন্তু এখনও একে অপরকে ভালোবাসি, একে অপরকে মাঝে মাঝে দেখি এবং ভাল আছি।”

এই বিভাগের অন্য খবর

Back to top button