মহাকাশে ‘সুহৃদ’ রুশ-মার্কিন নভোচারীরা!

একের পর এক হুমকি, নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞা এবং উত্তপ্ত বাক্য বিনিময় হয়ে গেছে নিত্য-নৈমত্তিক ঘটনা পরাশক্তি রাশিয়া ও আমেরিকার মধ্যে।
ইউক্রেনে রুশ হামলা শুরুর পর থেকেই চলছে ভয়বহ যুদ্ধাবস্থা। তবে পৃথিবীতে উভয় দেশের পারস্পরিক সম্পর্কের চরম অবনতি ঘটলেও মহাকাশে দেখা গেছে ভিন্ন চিত্র।
জানা গেছে, এখনো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আগের মতোই একসঙ্গে কাজ করছে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র।
১৮ মার্চ তিন রুশ মহাকাশচারী- কমান্ডার ওলেগ আর্টেমিয়েভ, ডেনিস মাতভিভ এবং সের্গেই করসাকভ- সাড়ে ছয় মাসের মিশনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নিরাপদে অবতরণ করেছেন।
আর ওই তিন নভোচারীকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন এক দল ক্রু, যাদের মধ্যে রয়েছেন- চার আমেরিকান, দুই রাশিয়ান এবং একজন জার্মান নভোচারী।
এর মাত্র কয়েকদিন আগেই মার্কিন নভোচারী মার্ক ভান্দে হেই কক্ষপথে ৩৫৫ দিন অবস্থান করে নতুন রেকর্ড গড়ে একটি রুশ ক্যাপসুলের মাধ্যমে কাজাখস্তানে অবতরণ করেন।
এসএ